কুলাউড়ায় পুশাইনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

December 28, 2024,

এস আর অনি চৌধুরী : কুলাউড়ায় পুশাইনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পুশাইনগরের আর রহমান প্রি-ক্যাডেট স্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ পদে ১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এ সময় প্রচার ও প্রকাশনা সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিকাল সাড়ে ৪টায় নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার, কুলাউড়া রেলওয়ে উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম।

প্রিসাইডিং অফিসার জানান, নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে হারুনুর রশীদ, সহসভাপতি পদে তালাচাবি প্রতীকে মো. ছবর খান, সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে মো. সুমন মিয়া, সহসাধারণ সম্পাদক পদে চাকা প্রতীকে মো. সুলতান আলী, কোষাধ্যক্ষ পদে বই প্রতীকে আব্দুল আহাদ ও সদস্য পদে সাইকেল প্রতীকে মো. দুলু মিয়া নির্বাচিত হয়েছেন।

প্রিসাইডিং অফিসার আরও জানান, নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লয়েছ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৬০টি ভোটের মধ্যে শতভাগ ভোট কাস্ট হয়।

জানা গেছে, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত এ নির্বাচন পরিচালনার জন্য কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলকে আহবায়ক ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন হাজী রফিক মিয়া ফাতু, জাহাঙ্গীর হোসেন, এইচডি রুবেল, মো. শামীম খাঁন ও হাজী নিয়ামত আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com