কুলাউড়ায় মাদ*কসহ ১জন আ*টক, ৬ মাসের কা*রাদ*ণ্ড

May 6, 2025,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় মাদক সেবনের দায়ে মো: সামেদ আলী (২৩) নামের এক তরুণকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ৬ মে বিকেলে পৌর শহরের আউটার রেলক্রসিং এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

শাহ জহুরুল হোসেন জানান, বিকেলে শহরের আউটার রেলক্রসিং এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের প্রস্তুতিকালে সামেদকে আটক করে তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ মাদক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com