কুলাউড়ায় মাদ্রাসা অধ্যক্ষের উপর হাম*লার প্রতি*বাদে বি*ক্ষোভ, গ্রে*প্তার ১

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় অতর্কিত হামলার শিকার হয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আহসান উদ্দিন।
মঙ্গলবার ৬ মে দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহসান উদ্দিন ওই ইউনিয়নের বাবনিয়া হাসিমপুর নিজামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ। এ ঘটনায় সন্ধ্যায় তিনি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে তিনি মোটরসাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে পশ্চিম হাসিমপুর এলাকায় পৌঁছামাত্র আব্দুর নূর (৩০) নামে এক যুবক পূর্বপরিকল্পিতভাবে তার মোটরসাইকেল পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করে। হামলার বিষয়টি এলাকায় চাউর হলে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনতা হামলাকারী আব্দুর নূরকে আটক করে বিক্ষোভ করেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত এবং হামলাকারী নূরকে আটক করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তার নূর থানা হেফাজতে রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন