কুলাউড়ায় রেমিট্যান্স যোদ্ধা মানবিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

মাহফুজ শাকিল : কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর এলাকায় “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেমিট্যান্স যোদ্ধা মানবিক ফাউন্ডেশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
২৩ আগস্ট শুক্রবার শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক চেয়ারম্যান এএনএম খালেদ লাকির সভাপতিত্বে ও লিমন আহমদের পরিচালনায় সংগঠনের আত্বপ্রকাশ অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন সংগঠনের প্রধান সমন্বয়কারী গাংকুল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এফ.এইচ.এম ইউছুফ আলী। বক্তব্য রাখেন শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শামছুল হক, বিশিষ্ট সংগঠক মোঃ বদরুল হোসেন খান, ভাটেরা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক, সাংবাদিক একেএম তাহিরুল হক, ইউপি সদস্য ছয়ফুল ইসলাম, মো: লুৎফুর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল, মাওলানা মোঃ ইয়াছিন আলী, মাওলানা মো: আব্দুল গফ্ফার, মোঃ সেলু আহমেদ প্রমুখ। এই সংগঠন পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত ত্যাগী, মানবিক এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিত একঝাঁক তরুণ আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সামাজিক দায়বদ্ধতা আদায়ের মহৎ উদ্দেশ্য এলাকার আর্থ-মানবতার সেবায় মানবিক ফাউন্ডেশন। যাঁর সূচনা হয় এলাকার ক্যান্সার আক্রান্ত তৌহিদ আহমদের চিকিৎসা দেওয়া কে কেন্দ্র করে।
উল্লেখ্য, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা প্রায় ১০ লক্ষ টাকা তৌহিদের চিকিৎসার জন্য সংগ্রহ করেন। আবু সাইদ যেভাবে সারা পৃথিবীর আইকন ঠিক তৌহিদ মানবিক ফাউন্ডেশনের আইকন। অতিথি বৃন্দ রেমিট্যান্স যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেন। সংগঠনকে টিকিয়ে রাখার জন্য সকলের সহযোগিতার হাত প্রসারিত করার উদার্ত্ত আহ্বান জানান সবাই। পরে প্রবাসী ও এলাকার সকলের জন্য দোয়া করা হয়।
মন্তব্য করুন