কুলাউড়ায় সাবেক ছাত্রদল নেতা আব্দুল আজিজের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে খাবার বিতরণ
June 30, 2024,

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখার সাবেক প্রচার সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল আজিজ ওমর এর পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও বন্যায় আক্রান্ত অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
২৮ জুন শুক্রবার উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর জালালীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা আশ্রয় কেন্দ্র ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে থাকা অসহায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এ রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল, সমাজসেবক জুবেল খাঁন, শিপন আহমদ, গণি মিয়া, আমরুজ মিয়া, সাংবাদিক বশির আল ফেরদাউস প্রমুখ।
মন্তব্য করুন