কুলাউড়ায় ৪০ লাখ টাকার অ/বৈধ বালু জ/ব্দ
June 2, 2025,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর ব্রিজের পাশে অবৈধভাবে স্তুপ করে রাখা প্রায় ৫ লাখ ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন।
সোমবার ২ জুন দুপুরে অভিযান চালিয়ে বালুগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি জানান, জব্দকৃত বালুগুলো ২০২১-২২ অর্থবছরে উত্তোলন করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সরিয়ে নেওয়া হয়নি। এ কারণে সরকারপক্ষে এগুলো জব্দ করা হয়েছে। বালুগুলোর বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। শিগগিরই এসব বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় বিক্রি করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন