কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফি আহমদ সলমানের ভাই ইশতিয়াক আহমদের দাফন সম্পন্ন

December 23, 2024,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমানের ছোট ভাই ও কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদ গিলমান’র বড় ভাই ইশতিয়াক আহমদ বোরহান (৫৮) ঢাকার এ এমজেড হাসপাতালে রোববার ২২ ডিসেম্বর রাত ৮টা ৪০ মিনিটের সময় শেষনি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহিওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটের সময় কাদিপুর ইউনিয়নের কৌলারশী (মিয়ারমহল) জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে মিনার মহল কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

নামাজে জানাজায় লন্ডন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com