কুলাউড়া ও রাজনগর থানার ওসিকে প্রত্যা/হার

May 19, 2025,

স্টাফ রিপোর্টার : কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আফছার ও রাজনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে।

গত শনিবার ১৭ মে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো: মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয় থেকে কুলাউড়া ও রাজনগর থানার ওসিকে অন্যত্র বদলীর অনুমতি প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে একটি পত্র প্রেরণ করা হয়। সেই পত্রের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক অন্যত্র বদলীর অনুমতি প্রদান করা হয়। যার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দেয়া হয়েছে ডিআইজি, সিলেট রেঞ্জ, পুলিশ সুপার, মৌলভীবাজার ও স্টাফ অফিসার টু আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার্স।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক পত্রে সিলেট রেঞ্জের বিভিন্ন থানার ওসিসহ কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছারকে টুরিস্ট পুলিশে বদলী করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com