কুলাউড়ার উদীয়মান সাংবাদিক চয়ন জামান আর নেই

October 22, 2016,

কুলাউড়া অফিস কুলাউড়ার উদীয়মান সাংবাদিক ও সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সাহিত্য সম্পাদক, দৈনিক যুগভেরীরর স্টাফ রিপোর্টার অমরুজ্জামান চৌধুরী (চয়ন জামান) ২১ অক্টোবর শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহী ওয়া ইন্ন ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। শুক্রবার বাদ আছর তাঁর নিজ গ্রাম ঘাগটিয়া ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্টিত হয়। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

choyon-zaman-copyসদালাপি, মুক্তচিন্তার অধিকারী, সাহিত্যমোদি ও অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ চয়ন জামান বৃহস্পতিবার রাতে আকষ্মিক ভাবে বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে কুলাউড়া হাসপাতালে আনা হয় এবং পরে সেখান থেকে সিলেটে পাঠানো হয়। কুলাউড়া উপজেলার ঘাগটিয়া গ্রাম এলাকার বনেদি পরিবারের এটিএম নাইমুজ্জামান চৌধুরীর ৩য় ছেলে।

মৃত্যুকালে তিনি বাবা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা এটিএম নাঈমুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী বড় ভাই শরীফুজ্জামান চৌধুরী তপন ও সলিমুজ্জামান চৌধুরী সুমনসহ ৪ বোন, মা ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে কুলাউড়াসহ মৌলভীবাজার জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। সহকর্মীরা শেষ বারের মত তাকে এক নজর দেখার জন্য তাঁর বাড়ীতে ভিড় জমান।

kulaura-pic-choyon-copyশোক প্রকাশ ঃ সাংবাদিক চয়ন জামানের অকাল মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁন, সাবেক এমপি এম এম শাহীন, বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, উপজেলা জাসদ সভাপতি মইনুল ইসলাম শামীম ও সম্পাদক এডঃ বদরুল হোসেন ইকবাল, কুলাউড়া বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সম্মানিত কার্যকরী সদস্য প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক জাফর আহমদ গিলমান, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়ার সংলাপ সম্পাদক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সীমান্তের ডাকের প্রতিষ্টাতা সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, নয়া দিগন্তের কুলাউড়া প্রতিনিধি ময়নুল হক পবন, মানব জমিনের মৌলভীবাজারের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, সংযুক্ত আরব আমিরাত আল আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, টাইম টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তারেক হাসান, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, বাংলামেইলের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সেলিম আহমদ, বাংলানিউজ নেটওয়ার্কের সহ-সম্পাদক এম আর রাসেল, সিলেট বাণী প্রতিনিধি আব্দুল আহাদ, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com