কুলাউড়ার মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন

September 23, 2022,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্ণিং বডির নির্বাচন ২১ সেপ্টেম্বর বুধবার সম্পন্ন হয়েছে।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রদান করেন। কলেজ শাখায় ১৩১ জন ভোটারের মধ্যে ১০৫ জন ভোটার এবং মাধ্যমিক শাখায় ৬১১ জন ভোটারের মধ্যে ২৯৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
কলেজ শাখায় তিন জন প্রার্থীর মধ্যে মো: ছলিম উল্লাহ ৬২ ও আব্দুল কাইয়ুম বারিক ৫২ ভোট পেয়ে নির্বাচিত হোন। অপর প্রার্থী রজব আলী পান ৪৫ ভোট।

মাধ্যমিক শাখায় আব্দুর নুর চৌধুরী ২৪২ ও মো: সফাতুল ইসলাম ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হোন। অপর প্রার্থী মো: আব্দুল করিম পান ৮৮ ভোট।
এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হোন শেফালী বেগম।
নির্বাচনে প্রিসাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার।সহকারী প্রিসাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার মো: সফিকুল হক।সার্বিক সহযোগিতায় ছিলেন মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো: ফয়জুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com