কুলাউড়ায় অটোরিকশা-ইজিবাইক চলাচল বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা শহরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল হঠাৎ বন্ধ হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শহরে দু-চারটি পায়ে চালিত রিকশা ছাড়া আর কিছু না পাওয়ায় পায়ে হেঁটে যার যার গন্তব্য স্থলের উদ্দেশ্যে ছুটছেন যাত্রীরা।
বৃহস্পতিবার ৫ নভেম্বর থেকে রবিবার ৮ নভেম্বর পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধ থাকবে।
জানা যায়, বুধবার ৪ নভেম্বর কুলাউড়া শহরে ব্যাটারিচালিত ইজিবাইক রিকশা চলাচল বন্ধ করা নিয়ে ইজিবাইক রিকশা চালকদের সাথে সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচজন আহত ছাড়াও মারমুখী শ্রমিকরা ব্যাপক সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক ভাংচুর করে ক্ষয়ক্ষতি সাধিত করে। এ কারণে আগামী রবিবার পর্যন্ত কুলাউড়া শহরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধ থাকবে।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান আগামী রবিবার উভয়পক্ষকে নিয়ে উপজেলা প্রশাসনের বৈঠক রয়েছে। আশা করছি ওই বৈঠকে বিষয়টি সমাধান হবে।
মন্তব্য করুন