কুলাউড়ায় অভিযানের খবর পেয়ে বর-কনে নিয়ে অভিভাবকের পলায়ন
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌঃ মোঃ গোলাম রাব্বী’র নেতৃত্বে ৯ মে মঙ্গলবার হাজিপুর ও টিলাগাও ইউনিয়ন এলাকায় বাল্য বিয়ে প্রতিরোধে অভিযান পরিচালনা করতে যান। অভিযানের খবরটি ছড়িয়ে পড়লে বাল্য বিয়ের আয়োজনকারী অভিভাবকরা তাদের বর-কনেকে নিয়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বী এর নেতৃত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন ও পেশকার আজাদুল করিম চৌধুরীসহ এক ভ্রাম্যমান আদালত হাজীপুর ইউনিয়নের চক-রনচাপ নিবাসী বর আবুল মিয়া (১৮) এবং কনে টিলাগাও ইউনিয়নের বাগৃহাল নিবাসী ৯ম শ্রেনীর ছাত্রী নাসিমা কেগম (১৪) এর বাড়ীতে অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযানের খবর পেয়ে বর-কনেসহ তাদের অভিভাবকরা গা-ঢাকা দেয়। পরে ইউএনও হাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বারকে বর-কনেসহ অভিভাবকদের ১ মে ইউএনও অফিসে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেন।
মন্তব্য করুন