কুলাউড়ায় অসুস্থ রোগীদের মধ্যে আওয়ামীলীগ নেতো নাদেলের চেক বিতরণ

August 12, 2021,

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে দেশের দুস্থ-অসহায় মানুষকে খাদ্য সহায়তার পাশাপাশি সু-চিকিৎসা প্রদানে আর্থিক সহযোগিতা করছেন। এরই ধারাবাহিকতায় কুলাউড়ার বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৫ জনকে সমাজসেবা অধিদপ্তরের ৫০ হাজার টাকা করে চেক প্রদানের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় শোকের মাসে সপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
বুধবার ১১ আগস্ট কুলাউড়া পৌরসভায় চেক বিতরণ ও জাতীয় শোক দিবস উপলক্ষে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তুহিনুর জামান ইয়াকুব এর সঞ্চালনায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাবেক সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, পৌর আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলী, সাধারণ সম্পাদক গৌরা দে, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী সেফুল।
প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল এর সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিডনি, প্যারালাইস ও ক্যান্সারসহ ৫ জন অসুস্থ রোগীর মধ্যে জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মো. ফরাজ উদ্দিন (কিডনি), ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের বশিরুন নেছা খানম (কিডনি), ভাটেরা ইউনিয়নের আব্দুর রহিম (কিডনি), রহমত আলী (ক্যান্সার) ও রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের মো. তাজ উদ্দিন (স্টোক প্যারালাইজড) সহ প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com