কুলাউড়ায় ইয়াবাসহ ইউপি মেম্বার আটক

January 13, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মেম্বার আব্বাছ আলী (৪৫)কে আটক করেছে পুলিশ। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, ১২ জানুয়ারি রাত ৯টায় পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ থেকে ১৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। ১৩ জানুয়ারি রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, আটক আব্বাছ আলী পৃথিমপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার। ১৯৯৭ সাল থেকে টানা ৪ বারের নির্বাচিত ও জনপ্রিয় মেম্বার। দীর্ঘদিন থেকে তিনি মাদকসেবি বলে এলাকায় প্রচার আছে। তবে পুলিশের হাতে ইয়াবাসহ আটক হওয়ায় তিনি জনসমক্ষে ধরা পড়লেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com