কুলাউড়ায় এসএসসি পরীক্ষায় ২৯১২ জন উত্তীর্ণ
![](https://i0.wp.com/www.patakuri.com/wp-content/uploads/2016/05/603-1.jpg?fit=800%2C445)
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, পৃথিমপাশা আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং জালালাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ ৩ কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে মোট ৩৩৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯১২জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১২টি স্কুলের ৬৫ জন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে।
৩ কেন্দ্রের মধ্যে কুলাউড়া কেন্দ্র-২ আলী আমজদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সর্বোচ্চ ৯০.৭৯% ফলাফল করে উপজেলার মধ্যে কৃতিত্ব অর্জন করেছে।
কুলাউড়া কেন্দ্র-১-নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আমির হোসেন জানান, চলতি সনের এসএসসি পরীক্ষায় উক্ত কেন্দ্র থেকে ১৬ স্কুলের ১৬৬৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১৪০৭ জন উত্তীর্ন হয়েছে। উত্তীর্নদের মধ্যে কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ১২, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ৯, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ৩, মাহতাব-ছায়েরা উচ্চ বিদ্যালয় ১, ভাটেরা স্কুলএন্ড কলেজ ২ জনসহ মোট ৫ স্কুলের ২৭ জন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। পাশের হার ৮৪.৪০%।
কুলাউড়া কেন্দ্র-২-আলী আমজদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আব্দুল কাদির জানান, উক্ত কেন্দ্র থেকে ১৩ স্কুলের ১২০৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে ১০৯৪ জন উত্তীর্ন হয়েছে। উত্তীর্নদের মধ্যে আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ১১, রাউৎগাও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৮, গজভাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ৮, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ২, সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয় ১জনসহ মোট ৫ স্কুলের ৩০ জন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। পাশের হার ৯০.৭৯%।
কুলাউড়া কেন্দ্র-৩-জালালাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম জানান উক্ত কেন্দ্র থেকে ৬ স্কুলের ৪৯৭জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে ৪১১জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে জালালাবাদ উচ্চ বিদ্যালয় ৫জন, বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ ৩ জনসহ মোট ২ স্কুলের ৮ জন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। পাশের হার ৮৫.৩৯%। এসএসসি পরীক্ষায় উপজেলায় মোট পাশের হার ৮৬.৬৭% ।
মন্তব্য করুন