কুলাউড়ায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

September 24, 2016,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা কাবাডি খেলোয়ার কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত কুলাউড়া স্বাধীনতা সৌধ চত্তরে ফ্রিজ এন্ড টিভি কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। কাবাডি খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি আরাফাত হোসেন ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান উদ্দিন আহমদ পাপ্পুর পরিচালনায় ২৩ সেপ্টেম্বর শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামসুদোহা পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক জাফর আহমদ গিলমান, যুবলীগ নেতা ফুয়াদ আহমদ, কুলাউড়া সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক ও কাবাডি খেলোয়ার কল্যাণ সমিতির সিনিয়র সদস্য সুলতান আহমদ টিপু, কাবাডি খেলোয়ার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম শাহবান রশীদ চৌধুরী অনি, কাবাডি খেলোয়ার কল্যাণ সমিতির সহ-সম্পাদক রাফিত হাসান জুয়েল প্রমূখ।
উদ্বোধনী খেলায় এসকে কাবাডি দল সিএনজি শ্রমিক ছকাপন কাবাডি দলকে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় ১৬টি কাবাডি দল অংশ গ্রহন করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com