কুলাউড়ায় কালের কণ্ঠ’র জন্মদিন পালন

কুলাউড়া প্রতিনিধি॥ দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ’র দশম জন্মদিন কেক কাটা ও র্যালীর মাধ্যমে কুলাউড়ায় পালন করা হয়েছে। এ উপলক্ষে ১০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজন করা হয় কেক কাটা অনুষ্ঠানের। শুরুতেই কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে কালের কণ্ঠ’র ১০ বছরে পদার্পণকে স্বাগত জানান অনুষ্ঠানের উপস্থিত সকল অতিথিবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আইয়ুব উদ্দিন, কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মোক্তাদির হোসেন, কেবিসি টিভির প্রধান বার্তা সম্পাদক এম আতিকুর রহমান আখই, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, মানবকণ্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, খোলাকাগজ প্রতিনিধি তাজুল ইসলাম, যায়যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ, ইউপি সদস্য মুহিব আহমদ, বিশিষ্ট সংগঠক ময়নুল ইসলাম পংকি, কুলাউড়া মুক্ত স্কাউট গ্র“পের সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মেহেদী হাসান খালিক প্রমুখ।
মন্তব্য করুন