কুলাউড়ায় কিশোরীর আত্মহত্যা
June 26, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ২৫ জুন সকালে উপজেলার পৃথীমপাশা ইউনিয়নের ধামুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাতেহা জান্নাত রিয়া (১৭) পৃথীমপাশা ইউনিয়নের ধামুলি গ্রামের ওয়ারিছ আলি কনা মিয়া (গমপীর) এর মেয়ে।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন নিহত ফাতেহার ঝুলন্ত লাশ উদ্ধার করে ।পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ নিয়ে যায়।
পৃথীমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন (হাসনাইন) জানান ,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। নিহতের পারিবারিক ফোনে এ সম্পর্কিত কয়েকটি কল রেকর্ড রয়েছে।
কুলাউড়া থানা পুলিশ জানায়, প্রেমঘটিত কারণে ফাতেহা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন