কুলাউড়ায় গাছ চুরি মামলায় এক জন গ্রেফতার
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়ায় গাছ চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় উপজেলার জয়পাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার তাকে জেল হাজতে পাঠিয়েছে কুলাউড়া থানা পুলিশ। সে উপজেলার মৌলভীগাঁও গ্রামের লাল মিয়ার ছেলে।
জানাযায়, তার বিরোদ্ধে কুলাউড়ার ভাটেরায় রিজার্ভ ফরেষ্টের নাম্বারযুক্ত ২৪ পিছ (লকার) গাছ চুরির অপরাধে কুলাউড়া উপজেলা ফরেষ্ট অফিস বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় নারী কেলেংকারি ও গাড়ী আটকিয়ে চাঁদা আদায়সহ আরও একাধিক অভিযোগ রয়েছে।
২০১৬ সালের ২৮ জুলাই ভাটেরা রিজার্ভ ফরেষ্টের আওতায় ২০০৪ ও ২০০৫ সালের সৃজিত সামাজিক বনায়নের আকাশমনি গাছের ২৪ পিছ (লকার) গাছ চুরি করেন একটি সংঘঠনের প্রথম সারির নেতা আবুল হোসেন।
স্থানীয় বাসিন্ধারা জানান, একটি সংঘঠনের সাথে জড়িত হওয়ার পর থেকে আবুল অনেকটা বেপরোয়া ভাবে নানা অপকর্মের সাথে নিজেকে জড়ান। এই আঞ্চলিক সংগঠনটির পদবীদারী হওয়ায় দাপটের সাথে তিনি নানা অপকর্ম করে যাচ্ছেন।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামছুদ্দোহা পিপিএম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন