কুলাউড়ায় দুই সহযোদ্ধাকে সংবর্ধনা দিল সাংবাদিক সমিতি
![](https://i0.wp.com/www.patakuri.com/wp-content/uploads/2016/05/PIC-BACHU-KULA.jpg?fit=800%2C445)
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান দৈনিক সকালের খবরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আব্দুল বাছিত বাচ্চু ও পৃথিমপাশা ইউনিয়নের নির্বচিত ইউপি সদস্য এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ হামিদকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিট।
সংবর্ধিত অতিথি আব্দুল বাছিত বাচ্চু বলেন বৃহত্তর সিলেটের তাঁর সহকর্মী সাংবাদিকক বন্ধুরা হাজিপুরের প্রতিটি ঘরে ঘরে গিয়ে কালো টাকা ও পেশী শক্তির বিরুদ্ধে লড়াই করে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। তিনি কখনো কোন দিন এমন কোন কাজ করিব না যে কাজের কাজের কারনে তাঁর সহকর্মীরা লজ্বিত হবে। শেষে তিনি বলেন যতদিন বেঁচে থাকবেন হাজিপুর ইউনিয়নের মানুষের জন্য সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। এ দিকে অপর সংবর্ধিত ব্যক্তি এম এ হামিদ বলেন সহকর্মীরা অমাকে যে সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ।
১৫ মে রোববার সন্ধ্যায় শহরের ফাল্গুনী মিলনায়তনে সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের নির্বাহী সদস্য মোক্তাদির হোসেনের পরিচালনায় ও সভাপতি প্রভাষক মান্জুরুল হকের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন হাজিপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু ও পৃথিমপাশা ইউপির নির্বাচিত ইউপি সদস্য এম এ হামিদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুশীল সেন গুপ্ত,সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক মন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু,কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি মইনুল হক পবন,সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সীমান্তের ডাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, কামরাঙ্গার সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহ সভাপতি আলাউদ্দিন কবির,সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,শরীফ আহমেদ,সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, কোষাধ্যক্ষ শাহ আলম শামীম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকির আহমদ, প্রিয় কুলাউড়া সম্পাদক একেএম জাবের,নির্বাহী সদস্য নজরুল ইসলাম বেলাল,সৈয়দ আশফাক তানভীর,নাজমুল বারী সুহেল,সুমন আহমদ, সংলাপ পত্রিকার সমন্বয়ক আব্দুল মোক্তাদির, ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সামসুল ইসলাম, সংবাদকর্মী একেএম তাহিরুল হক, জিয়াউল হক জিয়া,আব্দুল আহাদ,এস এইচ সৈকত,ইউসুফ আহমদ ইমন,এম এ কায়ূম,শাকীল সিদ্দিকি খালেদ,রাজু আহমদ,ব্যবসায়ি মাছুম আহমদ প্রমূখ।
আলোচনা শেষে এ দুই জনপ্রতিনিধিকে সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য করুন