কুলাউড়ায় দুলাভাইর হাতে শ্যালিকা খুন

May 23, 2017,

এম মছব্বির আলী॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিন পাবই গ্রামে পারিবারিক কলহের জের ধরে দুলাভাইর হাতে শ্যালিকা হত্যা ও স্ত্রী-সন্তানকে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। ২৩ মে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
পুুলিশ ও  এলাকাবাসী সূত্রে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আলাউদ্দীনের ছেলে সালাউদ্দীন বছর-দুয়েক আগে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিন পাবই গ্রামের মৃত মছলু মিয়ার মেয়ে রায়না বেগমকে (২২) বিয়ে করে। তাদের দাম্পত্য জীবনে মাছুম মিয়া নামে ৬ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। কিছুদিন যাবৎ পারিবারিক কলহে স্ত্রী রায়না বেগম পাবই গ্রামে বাবার বাড়ি রয়েছে।


সোমবার সন্ধ্যায় স্বামী সালাউদ্দীন শ্বশুর বাড়ি এসে রাত্রিযাপন করে মঙ্গলবার সকালে স্ত্রী সন্তানকে নিয়ে যেতে চাইলে এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী সালাউদ্দীনের হাতে থাকা ছোরা দিয়ে কুপিয়ে শ্যালিকা মনি বেগম (১৬) কে হত্যা ও স্ত্রী রায়নাসহ শিশু সন্তান মাসুককে আহত করে।
ঘটনার খবর পেয়ে বাড়ির লোকজন ও গ্রামবাসী স্বামী সালাউদ্দীনকে ছোরাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আহত স্ত্রী রায়নাসহ শিশু সন্তান মাসুমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com