কুলাউড়ায় প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরন

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উদ্যোগে পৃথক পৃথক কর্মসুচী গ্রহন করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় বাংলা নববর্ষ ১৪২৪ বর্ষবরণ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মসুচীর মধ্যে ছিল সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ১০টায় স্বাধীনতা সৌধ চত্তরে বৈশাখে রং লাগলো প্রাণে বিষয়ক ক্যানভাসে শিশুদের ইচ্ছেমত ছবি আকা, শিশুদের যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতা ও বিকেল ৩টায় একইস্থানে সাংস্কৃতিক অনুষ্টান।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কুলাউড়া-কমলগঞ্জ (আংশিক) আসনের এমপি মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বীর সার্বিক তত্বাবধানে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামছুদ্দোহা পিপিএম, অফিসার্স ক্লাব সম্পাদক ডাঃ সুলতান আহমদ, কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, পিআইও শিমুল আলী, ওসিসি প্রোগ্রাম অফিসার রিজভী আহমদ রাসেল, জাসদ কেন্দ্রীয় কমিটির নেতা গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অরবিন্দ ঘোষ বিন্দু, পৌর আ’লীগ সম্পাদক গৌরা দে, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্রহনে হাতি বহর নিয়ে বৈশাখের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সকাল ১০টায় স্বাধীনতা সৌধ চত্তরে উপজেলা শিশু একাডেমীর আয়োজনে ‘বৈশাখে রং লাগলো প্রাণে’ বিষয়ক ক্যানভাসে শিশুদের ইচ্ছেমত ছবি আকা, শিশুদের যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতা ও বিকেল ৩টায় একইস্থানে সাংস্কৃতিক অনুষ্টানে ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন এমপি মোঃ আব্দুল মতিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। এছাড়া বিভিন্ন ক্লাব-সংগঠন গ্রাম বাংলার ঐতিহ্যের বিভিন্ন সাজে সজ্জিত হয়ে নানা অনুষ্ঠান পালনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপনের কর্মসুচী পালন করেছে।
মন্তব্য করুন