কুলাউড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান হওয়ায় কলেজছাত্রী লাঞ্চিত
কুলাউড়া অফিস॥ কুলাউড়া ডিগ্রী কলেজে প্রেমে ব্যর্থ নাঈম নামে এক বখাটে ছাত্রের হাতে কলেজের ভেতরে ক্লাশরুমে যাওয়ার সময় এক ছাত্রী লাঞ্চিত হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ হামলাকারী নাঈমের পিতা আব্দুল হান্নানকে ওরফে হান্নান ক্বারীকে পুলিশ হেফাজতে রেখে নাইমকে আটক করতে চেষ্টা করছে। পুলিশ জানায়, ১৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে কলেজের মহিলা কমন রুম থেকে ক্লাশে যাওয়ার সময় কলেজের ২য় বর্ষের ছাত্র নাঈম এইচএসসি ১ম বর্ষের ছাত্রী শাহানুরকে কলেজের অন্যান্য শিক্ষার্থীর সম্মুখে শারিরীকভাবে নির্যাতন করে। চড় থাপ্পড় মেরে নীচে ফেলে এক পর্যায়ে চাকু দিয়ে জখম করার চেষ্টা করে। এসময় কলেজের অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এসে নাঈমের কবল থেকে শাহানুরকে প্রাণে রক্ষা করে এবং শাহানুরকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামছুদ্দোহা পিপিএম, ওসি (তদন্ত) বিনয় ভুষন রায়সহ পুলিশ ফোর্স কলেজে গিয়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে ছাত্রী লাঞ্চনাকারী নাঈমকে পুলিশের হাতে সোপর্দ করার আল্টিমেটাম দেয় এবং নাঈমের পিতাকে থানায় নিয়ে আসেন। নাঈমের বিরুদ্ধে নির্যাতিতা ছাত্রী শাহানুর আক্তার বাদী হয়ে মামলা নং-১৫ দায়ের করেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর সাব্বির আহমদ ও ডিউটি অফিসার এ এসআই রুকনুজ্জামান জানিয়েছেন। এব্যাপারে কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল কলেজের ছাত্র কর্তৃক ছাত্রী লাঞ্চিত হওয়ার সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন