কুলাউড়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৬ আগষ্ট বৃহস্পতিবার কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা গোবিন্দ দে’র পরিচালনায় অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নি.বে.) মোঃ সুলতান মাহমুদ,কুলাউড়া থানার (ওসি) তদন্ত সঞ্জয় চক্রবর্তী,কুলাউড়া অফিসার্স ক্লাবের সম্পাদক ডাঃ সুলতান আহমদ,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,সহঃ রেঞ্জ কর্মকর্তা রিয়াজ আহমদ,জাপা নেতা মবশ্বির আলী। সভার পুর্বে এক র্যালী ও র্যালী শেষে এমপি আব্দুল মতিনসহ অতিথিবৃন্দ ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
মন্তব্য করুন