কুলাউড়ায় ফিজা’র শো-রুমে চুরির ঘটনায় গ্রেফতার-৪
কুলাউড়া অফিস॥ কুলাউড়া পৌর শহরের ফিজা এন্ড কোঃ লিঃ এর শো-রুমে চুরির ঘটনায় পুলিশ শায়েস্তাগঞ্জ ও কুলাউড়া উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর দলের সক্রিয় ৩ সদস্য মুকিত মিয়া (২৩), বলাই মিয়া (২৪), জাবেদ (২৫) ও লাল মিয়া (২২) নামে ৪ জনকে গ্রেফতার করে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করেছে।
থানা সুত্রে জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম এবং ওসি (তদন্ত) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে মামলার তদন্তকারী এসআই জহিরুল ইসলাম তালুকদারসহ অন্যন্য কর্মকর্তাদের সহযোগিতায় পুলিশ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভাস্থ আল মদীনা হোটেল এন্ড রেস্টুরেন্টে এক অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মনসুর (এলিন চৌধুরীর বাড়ীর নিকটে) নিবাসী মৃত সাজ্জাদ মিয়ার ছেলে মুকিত মিয়াকে ও কুলাউড়া থানাধীন জয়পাশা এলাকা থেকে মৃত ইউসুফ আলীর ছেলে বলাই মিয়া এবং জয়পাশা নিবাসী আখলিছ মিয়ার ছেলে জাবেদ ও কফিল উদ্দিনের ছেলে লাল মিয়াসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কুলাউড়া ফিজা এন্ড কোঃ লিঃ এর শো-রুমের দুঃসাহষিক চুরি ঘটনায় শো-রুমের স্বত্বাধিকারী সিপার উদ্দিন আহমদ কুলাউড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ফিজা এন্ড কোঃ লিঃ শো-রুমের সিসি ক্যামেরার ফুটেজে আসামী মুকিত মিয়ার চুরি করার ছবি দেখে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ও চোরাই মালসহ আন্তঃজেলা চোর দলের সক্রিয় অন্যান্য সহযোগী পলাতক আসামীদের গ্রেফতারে ব্যাপক পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তদন্তকারী এসআই জহিরুল ইসলাম তালুকদার জানান।
মন্তব্য করুন