কুলাউড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

September 14, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বজ্রপাতে অনিল দেবনাথ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ১৪ সেপ্টেম্বর বিকেলে আনুমানিক ৪টায় আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে হাজিপুর ইউনিয়নের চান্দগাঁও গ্রামের বজেন্দ্র দেবনাথের ছেলে অনিল দেবনাথ মারা যান। তিনি বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী জানান, মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি। বজ্রপাতে নিহত অনিল দেবনাথের অসহায় পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com