কুলাউড়ায় বাণিজ্যমেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার রবিরবাজারে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ীরা।
২৮ আগস্ট রোববার ব্যবসায়ীরা স্থানীয় এমপি ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে মুনিপুরি তাঁত ও বস্ত্রশিল্প মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে উৎসব যুব মহিলা সমিতি। ১ সেপ্টেম্বর থেকে মেলা শুর” হওয়ার কথা। কিন্তু রবিরবাজারের ৫ শতাধিক ব্যবসায়ী মেলা বন্ধের দাবিতে ক্ষোভে ফুসছে। তাদের দাবি, এমনিতে রবিরবাজার উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চলের বাজার। ব্যবসায়ীদের সারাবছর অতি কষ্টে ব্যবসা চালিয়ে যেতে হয়। বাণিজ্য মেলা হবে মরার উপর খড়ার ঘাঁ’র মত। বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীরা যে কোন মুল্যে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে। ব্যবসায়ীরা রোববার কুলাউড়া শহরে বিক্ষোভ মিছিল করে লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে আব্দুল মতিন এমপি জানান, ব্যবসায়ীদের অভিযোগটির ব্যাপারে জেলা প্রশাসকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন