কুলাউড়ায় বিদ্যুৎ সপ্তাহের উদযাপন
কুলাউড়া অফিস॥ সারাদেশের মতো বিদ্যুৎ সপ্তাহ ২০১৬ উপলক্ষে কুলাউড়ায় র্যালী ও আলোচনা সভা
৭ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ -স্লোগানকে সামনে রেখে ব্যান্ড পার্টিসহ র্যালী কুলাউড়া শহর প্রদক্ষিন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ সপ্তাহের উপর গুরুত্বারোপ করে উপজেলা প্রশাসন চত্বরে বক্তব্য রাখেন বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধক কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহসিনা বেগম, র্যালীর সমাপনী করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি আলমগীর হোসেন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো কুলাউড়া দপ্তরের সহকারী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান, আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দি ডেইলী ট্রাইবুন্যালের মৌলভীবাজার ব্যুরো চীপ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সাংবাদিক শরীফ আহমদ, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু। এছাড়াও অনুষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী খন্দকার আব্দুল ওয়াহাব, সালেহ আফজাল ও আনসারুল কবির শাহীন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১ম শ্রেণীর ঠিকাদার বাচ্চু আহমদ ও আবু তালেব মুকুল, সিবিএ শ্রমিকলীগের সভাপতি মোঃ তোফাজ্জুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,আনসার আলী, প্রণব বিশ্বাস, আব্দুল মান্নান, নেপাল আচার্য্য, খুরশেদ উদ্দিন, মামুন মিয়া, মেহেদী হাসান টিটু, হেলাল, আলফু মিয়া সহ বিভিন্ন সরকারী দপ্তরের অনেকেই। বক্তারা বলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানে সুন্দরবনের কোন ক্ষতি হবে না। প্রধানমন্ত্রী ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে তার সরকারের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করা অনুয়ায়ী বিদ্যুৎ কেন্দ্রটি বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল ও জীববৈচিত্রের জন্য কোন ক্ষতির কারণ হবে না। সুন্দরবনের সীমানা ১৪ কিলোমিটার এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে ৬৫ কিলোমিটার দূরে এই কেন্দ্রটি অবস্থিত। সরকার ঘরে ঘরে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে প্রাণপন চেষ্টা করছে।
মন্তব্য করুন