কুলাউড়ায় ভ্রাম্যমাণ ধান ভাঙার মেশিন মালিকদের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ

November 21, 2022,

কুলাউড়ার প্রতিনিধি॥ কুলাউড়ায় সরকার অনুমোদনহীন ভ্রাম্যমাণ ধান ভাঙার মেশিন ট্রলির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও বরাবর অভিযোগ দিয়েছে ক্ষুদ্র শিল্প রাইস মিল মালিক সমিতি।

সোমবার ২১ নভেম্বর সকালে সমিতি ও রাইস মিল মালিকদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ অভিযোগপত্র দেন ক্ষুদ্র শিল্প রাইস মিল মালিক সমিতির রবিরবাজারের সভাপতি মো. আব্দুল লতিফ নোমান ও সম্পাদক মো. আব্দুল মুবিন মুতলিব।

অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সরকার অনুমোদনহীন ধান ভাঙার মেশিন ট্রলি দিয়ে বাড়ি বাড়ি গিয়ে উচ্চ মূল্যে ধান ভাঙাচ্ছে। যার ফলে সরকার রাজস্ব হারাচ্ছে ও কুলাউড়া উপজেলার অনেক রাইসমিল বন্ধ হয়ে গেছে।

সরকার অনুমোদনহীন অবৈধ ভ্রাম্যমাণ ধান ভাঙার মেশিন ট্রলির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্র্রহণের জন্য ইউএনওর কাছে জোর দাবি জানান সমিতির নেতৃবৃন্দরা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com