কুলাউড়ায় মোজাম্মিল আহমদের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় পবিত্র রমজান উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৩ এপ্রিল বিকেলে রাউৎগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে প্রায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে অবসরপ্রাপ্ত সহকারী পোস্ট মাস্টার (জেনারেল) মোজাম্মিল আহমদ এর ব্যক্তিগত উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
লকডাউনে কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষদের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে তাঁর নিজ উদ্যোগে চাল, পেঁয়াজ, ডাল, ময়দা, সেমাই, চিনি, চানা, আলু, সয়াবিন তেল ও একটি করে সাবান প্যাকেট এর মাধ্যমে অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দেন রাউৎগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার আব্দুল মোক্তাদির মনু সার্বিক তত্বাবদানে ছিলেন মঈনুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে মোজাম্মিল আহমদ জানান, বর্তমানে করোনাভাইরাসের প্রভাবে অনেক অসহায় ও দিনমজুর কাজ করতে পারছে না। তাই তাদের জন্য পবিত্র রমজান উপলক্ষে আমার পক্ষ থেকে ক্ষুদ্র উপহার।
তিনি লকডাউনে বেকার হয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।
মন্তব্য করুন