কুলাউড়ায় সাংবাদিক  শাকির স্মরণে শোকসভা

August 11, 2021,

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজলো সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক সদ্য প্রয়াত শাকির আহমদ’র অকাল মৃত্যুতে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার আয়োজনে পৌরসভা মিলনায়তনে মরহুমের স্মরণে শোক সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
সাপ্তাহকি কুলাউড়ার সংলাপ পত্রিকার চীফ রিপোর্টার সাইদুল হাসান সিপনরে পরিচালনায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা র্নিবাহী কর্মকর্তা এটএমি ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) বিনয় ভূষণ রায়, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালদে পারভেজ বখস, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, পৌরসভার ৮ নং র্ওয়াড কাউন্সিলর আাতাউর রহমান চৌধুরী সোহেল, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র রির্পোটার মোক্তাদির হোসাইন, নিউ নেশন প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম. মছব্বির আলী, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আলাউদ্দিন কবির, সংলাপের সাহিত্য সম্পাদক প্রভাষক খালিক উদ্দিন, প্রয়াত শাকিরের চাচাত ভাই সাংবাদকি এনামুল হক, উপজলো ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, সংলাপের স্টাফ রির্পোটার এম.এ কাইয়ূম। এছাড়াও শোকসভায় কুলাউড়ার কর্মরত প্রিন্ট ও ইলকট্রেনিক মিডিয়ার সাংবাদকিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া সভায় শাাকরের আত্মার মাগফরোত কামনায় ১ মনিিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, ৬ আগস্ট রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজলোর বরমচালের মোল্লাবাড়ি নিবাসী শাকির আহমেদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বোস ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com