কুলাউড়ায় ৮০টি ক্লাব-সংগঠন পেল ক্রীড়া সামগ্রী
মাহফুজ শাকিল॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজুর মাধ্যমে কুলাউড়া উপজেলার ৮০টি ক্লাব ও সংগঠন পেয়েছে ক্রীড়া সামগ্রী।
এ উপলক্ষে সোমবার ২৯ মে বিকেলে কুলাউড়ায় একুশে স্পোর্টস অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠান।
আলোচনা সভায় সদর ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমানের সভাপতিত্বে ও সাংবাদিক রফিকুল ইসলাম মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, আওয়ামীলীগ নেতা তাঁজ খান, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, কোয়াব সভাপতি মাসুদ হোসেন প্রমুখ।
সভা শেষে ক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দের মাঝে ক্রীড়া সামগ্রী ব্যাডমিন্টন, ফুটবল, ভলিবল ও ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন