কুলাউড়া আ’লীগ সভাপতি সৈয়দ কামাল উদ্দিন আহমদ এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

April 20, 2017,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবি, সমাজসেবক এডঃ সৈয়দ কামাল উদ্দিন আহমদ এর প্রথম মৃত্যুবার্ষিকী ১৯ এপ্রিল বুধবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। এ ছাড়া আজ সন্ধ্যা ৭টায় সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, কুলাউড়া উপজেলার নর্ত্তন নিবাসী এডঃ সৈয়দ কামাল দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে চিকিৎসা গ্রহন শেষে ২০১৬ সালের ১৯ এপ্রিল মঙ্গলবার সিলেট শহরের নুরজাহান ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com