কুলাউড়া উপজেলা গার্ল গাইডস ডে-ক্যাম্পের উদ্বোধন
![](https://i0.wp.com/www.patakuri.com/wp-content/uploads/2016/12/KUlaura-27.jpg?fit=800%2C445)
কুলাউড়া অফিস॥ কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৭ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা গার্ল গাইডস ডে-ক্যাম্প ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে। দিনব্যাপী ডে-ক্যাম্পের উদ্বোধন করেন ক্যাম্প পরিচালিকা ইউএনও তাহসিনা বেগম। উপজেলা গার্ল গাইডস সম্পাদক আখন্দ জান্নাতুল মাওয়া বেলীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, মৌলভীবাজার গাইড সদস্যা মুহসানাত ফাতেমা ইসলাম, আঞ্চলিক কমিশনার নুরজাহান সায়েরা, জেলা সম্পাদিকা মাধুরী মজুমদার, ট্রেনার সিলেট সুফিয়া বেগম, উপজেলা স্কাউট সম্পাদক প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান ছুরুক, প্রধান শিক্ষক আব্দুল খালিক, প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির প্রমুখ। ডে-ক্যাম্পে মৌলভীবাজার, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের ছাত্রী ও শিক্ষকরা অংশ গ্রহন করছেন।
মন্তব্য করুন