কুলাউড়া থানা পুলিশ কতৃক ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সাসহ ৪ আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা কতৃক সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা সিএনচি অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে একটি সিএনজিসহ আটক করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে চার ঘটিকায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান,একটি লোকের অবিযোগের ভিত্তিতে সিলেট,হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় অভিযান চালিয়ে আন্ত:জেলা সিএনজি ছিনতাই চক্রের ৪ সদস্যকে একটি ছিনতাইকৃত সিএনজিসহ আটক করেন। প্রথমে একজনকে ধরে তাদের দেয়া তথ্যে ভিত্তিতে অন্যদের ধরতে সক্ষম হন। তাদের অভিযান এখনো অব্যাহত আছে। আটককৃতরা হলো ফয়ছল আহমদ(২৬)হবিগঞ্জ, জাকির হোসেন(২৬) সিলেট রিপন দেব প্রকাশ রিপন আহমদ, মৌলভীবাজার তাজুল ইসলাম (৩৫), হবিগঞ্জ। চোরাইকৃত সিএনজিটি মৌলভীবাজার জেলার শেরপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীগন আন্তঃজেলা যানবাহন চোর চক্রের সক্রিয় সদস্য। তাহারা হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনাগঞ্জ, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা হইতে গাড়ী চুরি করিয়া পুনরায় গাড়ীর মালিকের নিকট হইতে কৌশলে লক্ষ লক্ষ টাকা গ্রহন পূর্বক মালিকদেরকে গাড়ী ফেরত দেওয়ার তালবাহানা করে। চোরাই গাড়ী বিক্রিয় বা মালিককে টাকার বিনিময়ে ফেরত প্রদান করা সম্ভব না হইলে গাড়ীর যন্ত্রাংশ খুলে আলাদা আলাদা ভাবে বিক্রয় করে। আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতঃ আসামীদের দখল হইতে আরো চোরাই যাওয়া গাড়ী/সিএনজি উদ্ধারের তৎপরতা অব্যাহত আছে।
মন্তব্য করুন