কুলাউড়া বালিকা স্কুলের জেএসসির মেধা বৃত্তিতে সাফল্য
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৬ সালে অনুষ্ঠিত জেএসসি মেধাবৃত্তি ফলাফলে ২২টি বৃত্তি পেয়ে উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
১৩ এপ্রিল বৃহস্পতিবার প্রকাশিত বৃত্তির ফলাফলে জেএসসিতে ট্যালেন্টপুলে ৭জন এবং সাধারণ বৃত্তি ১৫ জন সহ মোট ২২ জন শিক্ষার্থী এ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন তার প্রতিক্রিয়ায় জানান তাদের স্কুলের সাফল্যজনক ফলাফলের পেছনে ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী এ কে এম সফি আহমদ সলমানসহ সদস্যবৃন্দের সুদক্ষ পরিচালনা এবং বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও ছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ ফলাফল অর্জিত হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন সরকার নারীদের শিক্ষার প্রসারে অগ্রাধিকার দিলেও এ বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন হলেও অবকাঠামোগত উন্নয়নে অন্যান্য শিক্ষা প্রতিষ্টানের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। ফলে শিক্ষার্থীদের পুরাতন জরাজীর্ণ ভবনে ক্লাশ নিতে গিয়ে বিশেষ করে বর্ষা মৌসুমে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে তিনি যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে অনতিবিলম্বে উপজেলার একমাত্র প্রাচীনতম এ বিদ্যাপিঠের অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের সুনজর কামনা করেন।
বিদ্যালয়ের জেএসসিতে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আফরোজা বিনতে হুমায়ুন, আঞ্জুম এজাজ, সুমাইয়া সুলতানা, পাশা প্রবাহিনী দে চৌধুরী, রোদেলা ধর, তৃষা চক্রবর্তী ও সাবিহা আলম সিমি এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলেন সানজানা জামান, পুর্ণা রায়, ফাহিমা খান প্রিতি, হুমায়রা হারুন, মালিহা মোহাম্মদ রিম, অধরা রানী দেব, শ্বেতপর্ণা ভট্টাচার্য্য, মুনতাহা জান্নাত, সুহানা আক্তার তাজিন, রূপাইদা জান্নাত মজুমদার, তামান্না জান্নাত অপি, তাসলিমা আক্তার, শ্রাবন্তী দেব শর্মী, মৌমিতা পাল ও সাদিয়া ফেরদৌসি সাইমা।
মন্তব্য করুন