কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে প্রার্থীদের দৌড়ঝাপ শুরু

November 7, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ ২১ নভেম্বর শনিবার ব্যবসায়ীদের সংগঠন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুস্টিত হবে।

জানা যায়,৭ নভেম্বর শনিবার মনোনয়ন পত্র ক্রয়, ৮ নভেম্বর রোববার মনোনয়নপত্র দাখিল,৯ নভেম্বর সোমবার বাছাই, ১০ নভেম্বর মঙ্গলবার প্রত্যাহার ও ১১ নভেম্বর বুধবার প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে ওয়ার্ড সম্পাদক/ সদস্য পদ সহ মুল পদে প্রায় কয়েক ডজন হেভিওয়েট প্রার্থী ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন। শহরের  ব্যবসায়ীরা তাদেরকে নিরাশ করছেন না, তারা বলছেন সময় হলে তা প্রমাণ করবেন। তাছাড়া সভাপতি/সম্পাদকীয় পদে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন- সভাপতিঃ- ব্যবসায়ী কল্যাণ সমিতি বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল তার সাথে তুমুল প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম।

সহ সভাপতিঃ- এ পদে দুইজন নির্বাচিত হবেন, তবে আলোচনায় রয়েছেন বর্তমান সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, মাওঃ আব্দুল ওয়াহিদ, ময়নুল হক বকুল ও মো: মদরিছ আলী।

সাধারণ সম্পাদকঃ- ব্যবসায়ী কল্যাণ সমিতির গুরুত্বপূর্ণ এই পদে তিন জনের নাম শোনা যাচ্ছে  তারা হলেন- বর্তমান সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ইকবাল আহমেদ শামীম ও শফিক মিয়া আফিয়ান।

সহ সম্পাদকঃ- সহ সভাপতির মতো দুইজন এই পদে জয়ী হবেন। তবে এখনো পর্যন্ত সর্বোচ্চ প্রার্থী এ পদের জন্য  মরিয়া হয়ে উঠেছেন। তারা হলেন- নাজমুল বারী সোহেল, আঃ জলিল, সফিকুল ইসলাম জাহেদ, আলমাছ পারভেজ তালুকদার, মোঃ ফয়েজ উদ্দিন, জায়েদ আহমদ ও তমু মিয়া।

কোষাধ্যক্ষঃ- এই পদে ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্তমান কোষাধ্যক্ষ মাওঃ বদরুল ইসলাম এর সাথে প্রতিযোগিতায় রয়েছেন গত নির্বাচনের ২য় স্থান অর্জনকারী আঃ শুক্কুর।

দপ্তর সম্পাদকঃ- এই পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন ডাঃ কুতুবউদ্দিন, আব্দুল করিম বাচ্চু, ইকবাল হোসেন সুমন।

প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ- গুরুত্বপূর্ণ এই পদে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন- মেহেদী হাসান খালিক, আল মামুন তারেক জয় ও এইচ ডি রুবেল।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ- এই পদে রবিউল আউয়াল মিন্টু ও খন্দকার সাইফুর রহমান আফজাল প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।  নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদকঃ- নারী ব্যবসায়ীদের সুবিধার্তে পদটি এ বছর নতুন সৃস্টি করা হয়েছে। এই পদে গীতা দেবী ছাড়া এখনো পর্যন্ত কারো নাম শোনা যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com