কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে প্রার্থীদের দৌড়ঝাপ শুরু

কুলাউড়া প্রতিনিধি॥ ২১ নভেম্বর শনিবার ব্যবসায়ীদের সংগঠন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুস্টিত হবে।
জানা যায়,৭ নভেম্বর শনিবার মনোনয়ন পত্র ক্রয়, ৮ নভেম্বর রোববার মনোনয়নপত্র দাখিল,৯ নভেম্বর সোমবার বাছাই, ১০ নভেম্বর মঙ্গলবার প্রত্যাহার ও ১১ নভেম্বর বুধবার প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে ওয়ার্ড সম্পাদক/ সদস্য পদ সহ মুল পদে প্রায় কয়েক ডজন হেভিওয়েট প্রার্থী ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন। শহরের ব্যবসায়ীরা তাদেরকে নিরাশ করছেন না, তারা বলছেন সময় হলে তা প্রমাণ করবেন। তাছাড়া সভাপতি/সম্পাদকীয় পদে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন- সভাপতিঃ- ব্যবসায়ী কল্যাণ সমিতি বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল তার সাথে তুমুল প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম।
সহ সভাপতিঃ- এ পদে দুইজন নির্বাচিত হবেন, তবে আলোচনায় রয়েছেন বর্তমান সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, মাওঃ আব্দুল ওয়াহিদ, ময়নুল হক বকুল ও মো: মদরিছ আলী।
সাধারণ সম্পাদকঃ- ব্যবসায়ী কল্যাণ সমিতির গুরুত্বপূর্ণ এই পদে তিন জনের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বর্তমান সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ইকবাল আহমেদ শামীম ও শফিক মিয়া আফিয়ান।
সহ সম্পাদকঃ- সহ সভাপতির মতো দুইজন এই পদে জয়ী হবেন। তবে এখনো পর্যন্ত সর্বোচ্চ প্রার্থী এ পদের জন্য মরিয়া হয়ে উঠেছেন। তারা হলেন- নাজমুল বারী সোহেল, আঃ জলিল, সফিকুল ইসলাম জাহেদ, আলমাছ পারভেজ তালুকদার, মোঃ ফয়েজ উদ্দিন, জায়েদ আহমদ ও তমু মিয়া।
কোষাধ্যক্ষঃ- এই পদে ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্তমান কোষাধ্যক্ষ মাওঃ বদরুল ইসলাম এর সাথে প্রতিযোগিতায় রয়েছেন গত নির্বাচনের ২য় স্থান অর্জনকারী আঃ শুক্কুর।
দপ্তর সম্পাদকঃ- এই পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন ডাঃ কুতুবউদ্দিন, আব্দুল করিম বাচ্চু, ইকবাল হোসেন সুমন।
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ- গুরুত্বপূর্ণ এই পদে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন- মেহেদী হাসান খালিক, আল মামুন তারেক জয় ও এইচ ডি রুবেল।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ- এই পদে রবিউল আউয়াল মিন্টু ও খন্দকার সাইফুর রহমান আফজাল প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদকঃ- নারী ব্যবসায়ীদের সুবিধার্তে পদটি এ বছর নতুন সৃস্টি করা হয়েছে। এই পদে গীতা দেবী ছাড়া এখনো পর্যন্ত কারো নাম শোনা যায়নি।
মন্তব্য করুন