কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে রেড ক্রিসেন্ট ভবন

December 6, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ ও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মিছবাহুর রহমানের উদ্যোগে রেড ক্রিসেন্ট ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। প্রায় ৯৪ লাখ টাকা ব্যয়ে ৩ তলা এ ভবনটি নির্মাণ করে দিচ্ছে মৌলভীবাজার জেলা পরিষদ।

সোমবার ৫ ডিসেম্বর দুপুরে রেড ক্রিসেন্ট ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

এ সময় জেলা পরিষদেও প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, মৌলভীবাজার রেড ক্রিসেন্টের সহ-সভাপতি আলী হায়দার, সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল,  সদস্য সৈয়দ মনসুরুল হক, মনবীর রায় মনজু, শাহীন চৌধুরী, হাসান আহমদ জাবেদ, সৈয়দা জেরিন আক্তার, আলাল খান, যুব প্রধান কামরুল হাসান মুন্নাসহ রেড ক্রিসেন্ট এবং জেলা পরিষদরে সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com