খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে কমলগঞ্জে বিএনপির আনন্দ মিছিল
প্রনীত রঞ্জন দেবনাথ॥ দীর্ঘদিন কারাভোগের পর বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পদত্যাগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ আগস্ট বিকাল ৫টায় উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনী থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাু, যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মুজিবুর রহমান চৌধুরী মুকুল, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহীদ ও মৌলভীবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মন্তব্য করুন