গণটিকাদান কর্মসূচিতে খুশি গ্রামাঞ্চলের মানুষ

August 6, 2021,
স্টাফ রিপোর্টার॥ ভ্যাকসিন ক্যাম্পেইনের অংশ হিসেবে সারা দেশের ১৫ হাজারের বেশি টিকাদান কেন্দ্রের সাথে মৌলভীবাজারেও শনিবার ৭ আগস্ট দেয়া হবে করোনা টিকার প্রথম ডোজ।  জেলা ও উপজেলা সদর পাড়ি দিয়ে ইউনিয়ন ও ওয়াড ভিত্তিক টিকাদান কমসূচি পালন হওয়াতে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তবে কিভাবে টিকা দেয়া যাবে কিংবা রেজিষ্ট্রেশন কিভাবে করতে হবে এমনটা নিয়ে পুরোপুরি প্রস্তুত নন বিভিন্ন ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামের সাধারণ মানুষ। জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কুশিয়ারা নদী পাড়ের ৫০ ঊর্ধ ফারুক মিয়া  বলেন, আমার বয়স তো অনেকটা বেড়ে গেছে। আমি কি টিকা দিতে পারবো।  টিকা দিলে আমার কোন ক্ষয়ক্ষতি হবে কি।  প্রতিবেদকের সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতা শেষে তিনি টিকা দিতে রাজি হন।  এদিকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমকর্তা বনালী দাস বলেন, যারা ২৫ ঊর্ধ যে কোন নাগরিক এনআইডির মাধ্যমে শনিবার টিকা দিতে পারবেন।  মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন মুশেদ শুক্রবার সন্ধ্যায় জানান, শনিবারের গণটিকাদান কর্মসূচিতে জেলার ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়াডে এক সাথে টিকাদান কমসূচি চলবে। ওই এলাকায়  অনেকের রেজিষ্ট্রেশন হয়েছে। যাদের রেজিষ্ট্রেশন হয়নি তাদের নিয়েও প্রত্যেকটি বুথে ২ জন করে কাজ করবে।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com