গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার মানববন্ধন

November 28, 2021,

স্টাফ রিপোর্টার॥ ২৮ নভেম্বর রবিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে  ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ সহ সমসাময়িক সকল যৌক্তিক দাবি নিয়ে চৌমুহনা চত্বরে দূপুর ১২টায় প্রতিবাদী সমাবেশ ও এক মানববন্ধন  অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর এর সঞ্চালনায় এবং সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য  রেহনোমা রুবাইয়াৎ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জেলা স্কুল কমিটির আহ্বায়ক কাকলী সরকার, সদস্য আহমদ,হাসন রাজা, বাপন  দেবনাথ,রোনালদো ধর প্রমুখ।

সমাবেশ বক্তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে চলমান আন্দোলনের সাথে সংহতি জানান এবং ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com