গন-গন্থাগার উদ্যোগে শির্ক্ষাথীদের মধ্যে রচনা ও বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

October 11, 2016,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা গন-গন্থাগার এর উদ্যোগে স্কুল কলেজের শির্ক্ষাথীদের মধ্যে রচনা ও বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত ১০অক্টোবর বিকেলে মৌলভীবাজার জেলা গন-গন্থাগার পাঠকক্ষে পুরস্কার বিতরণ করা হয়। জেলা গন-গন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে এবং জেলা গন-গন্থাগার পাঠকক্ষ সহকারী আব্দুল কাইয়ুম এর উপস্থাপনায় পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, জেলা ক্রীড়া অফিসার মো: মাজহারুল মজিদ, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক সম্পাদক নজরুল ইসলাম মুহিব। পুরস্কার বিতরন সভায় বক্তব্য রাখেন পুরস্কৃত প্রতিযোগি নিপবীথি দাশ তোহা, ঝুমা দাশ, জান্নাতুল ফেরদৌস নিশা,অবিভাবক অমলেন্দু কুমার দাশ প্রমুখ। পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com