চল্লিশ বিদেশী মদসহ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্যারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ এর অভিযান চালায় কমলগঞ্জ ধলাইরপার থেকে ৪০ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার করা হয়। যার বাজার মূল্য ১,০৮,০০০/- টাকা।
২২ ফেব্রুয়ারী সোমবার মৌলভীবাজার এসআই জিতেন্দ্র বৈষ্ণব, কং/২৪২ বাপ্পন বিশ্বাস, মাদক বিরোধী সেল, মৌলভীবাজারসহ অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার এএসআই মুকুন্দ দেববর্মা, এসআই কাজী আরিফ আহমেদ ,এসআই মোহাম্মদ মাসুক মিয়া, চন্দ্র শেখর মুখাখার্জী, মোকারাবি আহমেদ, কং/৭০২ আবুল বাছেদ রাফি,সুমন চন্দ্র পাল।
আসামীর নাম মো. শাহিন আলম (৩৬) পিতাঃ সাজিদ মিয়া, মাতা- সবজান বিবি, সাং- ধলাইরপার, থানা- কমলগঞ্জ, জেলা – মৌলভীবাজার। মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন