চা শ্রমিকের স্ত্রীর আত্মহত্যা

December 6, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়ার বরমচালে এক চা শ্রমিকের স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহতের নাম মনি রবিদাস (২০)। সে বরমচাল চা বাগানের শ্রমিক রাজু রবি দাসের স্ত্রী।
৩ ডিসেম্বর শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বরমচাল চা বাগানের চাম্পারতল এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বরমচাল চা বাগানের শ্রমিক রাজু রবিদাস বাগানে কাজে ছিলেন। এসময় বাড়িতে থাকা তাঁর স্ত্রী মনি রবিদাস সবার অজান্তে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ করিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com