চিঠির উত্তর

June 28, 2020,

মাহমুদুল হাসান উজ্জ্বল॥
মিয়া ভাই জানতে চাও
আছি আমি কেমন?
খুব ভালো নয়তো ভাই
তিনি রাখছে যেমন।
এক-দুটি দিন নয়
কয়েক মাস পারি
পয়সাকড়ি হাতে নেই
শূন্যে ঘুরিফিরি।
চাল ডাল ঘরে নেই
পেটে ক্ষুধার জ্বালা
দুর্ভিক্ষ এসে আমার
ভাগ্যে দিছে তালা।
কাজকর্ম কোথাও নেই
সবার একই হাল
মহামারী করোনায়
উড়াই নিলো পাল।
নলকূপের পানি দিয়ে
ভিজিয়ে গলা চলা
এবার সবই বুঝে নিও
যায়না সবই বলা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com