চোরাইকৃত চা-পাতা উদ্ধার: শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে এজাহারনামীয় তিন আসামী গ্রেপ্তার

October 31, 2024,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে এজাহারনামীয় তিন আসামীসহ চোরাইকৃত ২৪০ কেজি চা পাতা উদ্ধার করা হয়েছে।

থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানার মামলা নং-২৬, তারিখ: ২৮-১০-২০২৪, জিআর ২৫১/২০২৪ এর এজাহারনামীয় আসামী পিন্টু মাদ্রাজী কুর্মী (৫০) কে গ্রেফতার করা হয়। আসামি পিন্টু শ্রীমঙ্গল উপজেলার উদনাছড়া চা বাগানের ৮ নয বস্তি এলাকার মৃত আনন্দ মাদ্রার্জী কুর্মীর ছেলে।

অপর দিকে এসআই মোঃ জাকির হোসেন ইমিগ্রেশন পুলিশের সহায়তায় শ্রীমঙ্গল থানার মামলা নং-০৭, তারিখ: ৮-১০-/২০২৪, জিআর ২৩২/২০২৪ এর এজাহারনামীয় পলাতক আসামী পিয়াস দাশ (৩৫)কে গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত পিয়াস শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকার পিযুশ দাসের ছেলে। তিনি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য।

পৃথক আরও একটি অভিযান এসআই সজীব চৌধুরী নেতৃত্বে লাখাইছড়া চা বাগানে পরিচালনা করে আসামি সজীব খান (২৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সজিব শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়েেন নোয়াগাঁও গ্রামের আঃ আওয়ালের ছেলে।

সে সিএনজি অটোরিক্সা যোগে চোরাইকৃত ২৪০ কেজি চা পাতা নিয়ে যেতে চেষ্টা করলে বাগানের নিরাপত্তা প্রহরীর সহায়তায় তাকে আটক করে ২৪০ কেজি চা পাতা উদ্ধার করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা নং-৩১ তারিখ: ৩১-১০-২০২৪, জিআর ২৫৬/২০২৪ রুজু করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমানের তদারকীতে আমরা শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেফতার করি।গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com