ছাত্রনেতা মুমিন জুড়ী উপজেলা প্রশাসনের শ্রেষ্ঠ সম্মাননা পেলেন

September 29, 2016,

কুলাউড়া অফিস॥ বাল্য বিবাহমুক্তে বিশেষ অবদান রাখায় জুড়ী উপজেলার শ্রেষ্ঠ তথ্য প্রদানকারী হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন জুড়ীর জনপ্রিয় ছাত্রনেতা ও সমাজসেবক মুমিন খাঁন।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জুড়ী উপজেলা প্রশাসনের কাছ থেকে এ সম্মাননা স্মারক গ্রহন করেন। সম্মাননা স্মারক গ্রহন কালে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছির উল্লাহ খাঁন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা সর্মা, জুড়ীর সহকারী কমিশনার ভুমি তাসলিমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধরী মনি, জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, জুড়ী টিএন খানম সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জুড়ী উপজেলা আ’লীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, যুগ্ম আহব্বায়ক আলহাজ্ব শফিক আহমদ, গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমদ লেমন, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী কান্ত দাস, জায়ফর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মাছুম রেজা, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়াজ আলী সহ উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় জনপ্রিয় ছাত্রনেতা ও সমাজসেবক  মুমিন খাঁন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পুরো দেশকে বাল্য বিবাহ মুক্ত করার আহব্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এমন আহব্বানকে সফল করার জন্য জুড়ী উপজেলার কোথায় বাল্য বিবাহ হচ্ছে নিজ উদ্যোগে খবর রেখে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়েছি। জুড়ী উপজেলার শ্রেষ্ঠ তথ্য প্রদানকারী হিসেবে এ সম্মাননা দেয়ায় মৌলভীবাজারের সদ্য বিদায়ী জেলা প্রশাসক কামরুল  হাসান ও  জুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছির উল্লাহ খাঁনসহ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, মুমিন খান সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী। এছাড়াও সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্বের জুড়ী উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com