ছাত্রীকে ইভটিজিং করায় ম্যানেজিং কমিটির সভাপতির নিকট অভিযোগ

May 21, 2017,

নবীগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার  ইনাতগঞ্জ উচ্ছ বিদ্যালয়ের  শিক্ষক   ছাত্রীকে ক্লাসে উত্ত্যক্ষ ও বিরক্ত করায় ম্যানেজিং কমিটির  সভাপতির  কাছে অভিযোগ দিয়েছেন ছাত্রীর অভিভাবক ও  এলাকার যুব সমাজ । সুত্রে প্রকাশ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী ইনাতগঞ্জ উচ্ছ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (বাংলা) শাহিনুর রহমান প্রায়ই মধ্যসমত গ্রামের এ স্কুলের অভিভাবক ও সাবেক  ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ এর কন্যা ঐ স্কুলে অধ্যয়নরত ছাত্রীকে শিক্ষক শাহিনুর রহমান বিভিন্ন সময় অঙ্গভঙ্গিতে কথাবার্তা বলে ইভটিজিং করেন আসছেন । ইতোমধ্যে তিনি মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে ইভটিজিং করছেন বর্তমানে ছাত্রী  আত্মহত্যার ঝুকিতে আছে।  একই ভাবে শিক্ষক শাহিনুর রহমান   স্কুলের  অধ্যয়নরত অন্যান্য ছাত্রীদের সাথে ই্ভটিজিং করেছেন। বর্তমানে  অনেক ছাত্রীরা   স্কুলে আসা- যাওয়া বন্ধ করে দিয়েছে ।  এ নিয়ে অভিভাবক আব্দুল ওয়াহিদ  ও এলাকার  যুবসমাজ  গত ৩০ শে এপ্রিল ম্যানেজিং বরাবর অভিযোগ দেন । অভিযোগে তারা ঐ শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি ও স্কুল থেকে তাকে অচিরেই বহিস্কারের দাবি জানান ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com