ছাত্রী অপহরণের অভিযোগে দুই যুবক আটক

October 27, 2016,

কুলাউড়া অফিস : মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার দুই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় দুই যুবককে জনতা আটক করে পুলিশে দিয়েছে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ বুধবার সন্ধ্যায় জানিয়েছেন অপহরণকারী যুবকদের বিরুদ্ধে অপহরণ মামলার প্রস্তুতি চলছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদবক্স স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী এবং পাশের প্রাইমারি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেটকারে করে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে পিছু নেয় এবং সরকারবাজার নামে স্থানে তাদের আটক করে। একটি সূত্র জানিয়েছে প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেয়া হলে কোনোভাবে প্রশাসনের নিকট সংবাদ পৌঁছালে এই উদ্যোগ ব্যর্থ হয় এবং আটক যুবক একই উপজেলার ফাজিলপুর গ্রামের আবদুস শাহিদ (২৫) এবং  হিলালপুর গ্রামের আজাদ মিয়া (২৫)কে পুলিশে সোপর্দ করে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় জানিয়েছেন আটক যুবকদের বিরুদ্ধে অপহরণ মামলার প্রস্তুতি চলছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com