ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বড়লেখায় শিক্ষক ঐক্য পরিষদের সভা ও দোয়া

August 12, 2024,

আব্দুর রব : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে বড়লেখা উপজেলা শিক্ষক ঐক্য পরিষদ আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। সোমবার দুপুরে পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোহাইমিন। দোয়া মাহফিল পরিচালনা করেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী। প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বর্নি এম. মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ আশুক উদ্দিন, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান, বড়লেখা মোহাম্মদীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ, টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস, পাকশাইল আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ, বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুশ শাকুর খান, মাওলানা কাজী এনামুল হক, সহকারি শিক্ষিকা ফারহানা আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com